চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় প্রাইভেটকারের তেলের ট্যাঙ্কির ভেতর থেকে ১২০ পিস স্বর্ণের বার জব্দের ঘটনায় করা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালতদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জাকির উদ্দিন মুন্না, মো. জাহির ও মো. ফারুক।
রোববার (২১ আগস্ট) মহানগর দায়রা জজ বেগম জেবুননেছা এই রায় ঘোষণা করেন। একই রায়ে আদালত ৫০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।
গত ২০১৫ সালের ২৩ জুন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকার একটি প্রাইভেট কারের তেলের ট্যাঙ্কির ভেতরে অভিনব কায়দায় রাখা ১২০ টি স্বর্ণের বারসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
এই ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় পুলিশ বাদী হয়ে ১৯৪৭ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ ধারায় একটি মামলা দায়ের করে। মামলায় উল্লেখ করা হয়েছে, আসামিরা আন্তর্জাতিক চোরাচালান দলের সদস্য। স্বর্ণের বারগুলো সরকারি শুল্ক ফাঁকি দিয়ে দুবাই থেকে চট্টগ্রামে আনা হয়েছিল।
পরে এগুলো প্রাইভেটকারযোগে ঢাকায় নেওয়ার পথে পুলিশ স্বর্ণের বারসহ আসামিদের গ্রেপ্তার করে। পরে ২০১৫ সালের ১৩ নভেম্বর অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়। ২০১৬ সালের ১৮ এপ্রিল চার্জশিট গঠন করে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হয়। ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজকে এই রায় দিয়েছেন।
+ There are no comments
Add yours