শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শারীরিকভাবে হয়তো বঙ্গবন্ধুর প্রস্থান হয়েছে, কিন্তু তার আদর্শকে সরিয়ে দেওয়া যায়নি।
আদর্শকে ধারণ করে আবার তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যারা তার নামকে মুছে ফেলতে চেয়েছিল, তারাই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।
রোববার (২১ আগস্ট) বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর ঢাকা থেকে অনেক দূরে অজপাড়াগাঁ টুঙ্গিপাড়ায় দাফন করা হয়েছিল যাতে তাকে কেউ মনে না রাখতে পারে, যাতে ইতিহাস থেকে মুছে ফেলা যায়। বাঙালির মানস থেকে একেবারে দূর করে দিতে চেয়েছিল। কিন্তু তাকে আবার বাঙালি তাদের হৃদয়ে ধারণ করেছে। সেসময়কার অজপাড়াগাঁ টুঙ্গিপাড়ায় এখন মানুষের ঢল নামে।
অনলাইনে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, সাম্প্রদায়িকতা যাতে না ছড়ায় সেজন্য আমরা বিজ্ঞানমনস্ক জাতি গড়ে তুলতে চাচ্ছি। কিন্তু সাম্প্রদায়িক চর্চার লালন যদি বিজ্ঞান পড়ায়ও হয়, তা নিয়ে কী আর বলব! এ বিষয়ে সজাগ থাকতে হবে। তা না হলে এই প্রজন্মের মধ্যে সাম্প্রদায়িকতার চর্চা হতে থাকবে।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের পরিচালক (ভাষা, গবেষণা ও পরিকল্পনা) আজহারুল আমিন।
+ There are no comments
Add yours