শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে বরিশার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
রোববার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সিঅ্যান্ডবি রোড অবরোধ করে কয়েকশ শিক্ষার্থী।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে যাত্রী ও সাধারণ মানুষ।
বিগত ১২ আগস্ট ঢাকা পলিটেকনিক শিক্ষক সম্মেলনে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে সময়সীমা কমিয়ে ৩ বছরে রুপান্তরের মন্তব্য করেন। আমরা তার এই মন্তব্যে উদ্বিগ্ন। আমরা মনে করি শিক্ষা মন্ত্রী অদূরদর্শীভাবে ডিপ্লোমা কোর্সের সময়সীমা কমানোর কথা ভাবছেন। এতে করে আমরা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারব না।
শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি অবিলম্বে শিক্ষা মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে ছাত্র সমাজের ক্ষোভ নিরসন করতে হবে। শুধু আমরা না, সারা দেশের পলিটেকনিকের শিক্ষার্থীরা ক্ষুব্ধ। আমরা শিক্ষামন্ত্রীর কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশা করি না। এতে আরও বক্তব্য দেন রাফি, বায়েজিদ, রাতুলসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. রুহুল আমিন বলেন, শিক্ষার্থীরা আজ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে আমি সেখানে গিয়ে তাদের যৌক্তিক এবং শান্তিপূর্ণ আন্দোলন করতে বলি।
মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি বাস্তবায়নের জন্য সড়ক অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়েছিল। তবে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে উঠিয়ে দেন।
+ There are no comments
Add yours