চট্টগ্রামে ডায়রিয়ার প্রকোপ, আরও ৪১ রোগী হাসপাতালে

Estimated read time 1 min read
Ad1

চট্টগ্রাম নগরীতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরও ৪১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালটিতে ৫৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

তবে এখন পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে বিআইটিআইডি কর্তৃপক্ষ। আক্রান্তদের মধ্যে শহরের দক্ষিণ-পশ্চিম অংশে সিইপিজেড, হালিশহর, সল্টগোলা ও আশেপাশের এলাকার বাসিন্দা বেশি।

সোমবার (২২ আগস্ট) সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে এসব রোগী ভর্তি হয়েছেন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় ৯৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। আর ৭২ জন সুস্থ হয়েছেন।

বিআইটিআইডির সহযোগী অধ্যাপক মো. মামুনুর রশীদ গণমাধ্যমকে বলেন, সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি হাসপাতালে ৪১ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে গত ৮ দিনে হাসপাতালটিতে ডায়রিয়া আক্রান্ত হয়ে ৩৪১ জন ভর্তি হয়েছেন। এরমধ্যে ৫৫ জন রোগী চিকিৎসাধীন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

তিনি আরও বলেন, গত এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে থেকে ৮১ জনের নমুনা নিয়ে পরীক্ষা করে ৩৬ জনের কলেরার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৫ টি উপজেলায় ডায়রিয়া রোগের চিকিৎসার জন্য ২৮৪ টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

এম আই রাফি

বৈশিষ্ট্য সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours