বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাস ও ট্রলির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাকরকাঠির কাঠেরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রাকিব (২৩) বাকেরগঞ্জ উপজেলার বাকরকাঠি এলাকার আক্কাস আলীর ছেলে এবং বায়েজিদ (২৫) শাহজাহান হাওলাদারের ছেলে।
কাঠেরপোল এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে বিপরীতমুখী একটি ট্রলির সংঘর্ষ হয়। এতে ট্রলিটি উল্টে যায় এবং বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
ঘটনাস্থল থেকে বাকরকাঠি এলাকার বাসিন্দা জহিরুল তালুকদারের (২৫) মরদেহ উদ্ধার করা হয়। তবে এর আগেই বায়েজিদ ও রাকিব নামে গুরুতর আহত দুজন ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেজাউল কবির জানান, বাকেরগঞ্জের দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় যে দুজনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছিল তাদের মৃত্যু পথেই হয়েছে। জরুরি বিভাগে আনার পর ওই দুজনকে মৃত ঘোষণা করা হয়।
+ There are no comments
Add yours