নাটোরের সিংড়া উপজেলায় এক ইউপি সদস্যের বাড়িতে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ আগস্ট) দুপুরে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরানের ভ্রাম্যমাণ আদালত।
দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শালমারা গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এ সময় ইটালি ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মকলেছুর রহমানের বাড়িতে ৩৬৮ বস্তা সার অবৈধভাবে মজুদ অবস্থায় পায় উপজেলা প্রশাসন।
ইউপি সদসস্যের পাশাপাশি তিনি ইটালি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আগামী ২ দিনের মধ্যে কৃষি কর্মকর্তার তদারকিতে ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে জব্দ করা সার বিক্রির নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান জানান, কোনো অবৈধ মজুতদার যেন সারের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেই লক্ষ্যে কাজ করছে উপজেলা প্রশাসন।
+ There are no comments
Add yours