শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হয়েছে। তবে এখনই শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসের সময়সূচিতে পরির্বতন আনার কথা ভাবছে না সরকার।
সোমবার (২২ আগস্ট) রাজধানীর সোবহানবাগের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শোক দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, ক্লাসের সময়ের এখনই পরির্বতন করছি না। আপাতত সময় যেটা আছে সেটাই থাকবে। পরে যদি দেখি বেশি অসুবিধা হচ্ছে তাহলে সিদ্ধান্ত নেওয়া হবে। এ মুর্হূতে ক্লাসের সময়সূচি বদলাচ্ছি না।
শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি বাড়ায় কর্মপরিকল্পনায় কোনো পরির্বতন হবে না বলে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, কর্মপরিকল্পনায় কোনো পরির্বতন আসবে না। ৬ দিনের মধ্যে যা করা হতো তা ৫ দিনেই করা হবে। আশা করি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম এতে ব্যাহত হবে না।
শিক্ষামন্ত্রী আরও বলেন, কেউ কেউ বলেছিলেন বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যায় কি না। আজকাল বিরাট সংখ্যক বাবা-মা-ই কর্মজীবী। তাদের ছুটি বিবেচনায় নিয়ে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার করা হয়েছে।
বাকি ৫ দিন শিক্ষা কার্যক্রম চলবে। বেশিরভাগ চাকরিজীবী কিন্তু ৬ দিন চাকরি করেন না। শিক্ষকরা ৬ দিন কাজ করেন। তারা সপ্তাহে দুই দিন ছুটি পেলে কাজে আরও উৎসাহী হবেন।
+ There are no comments
Add yours