রাজধানীর রমনা থানার সেগুনবাগিচায় গণপূর্ত স্টাফ কোয়ার্টারে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে রাহিমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) ভোরের দিকে এই ঘটনা ঘটে।
এছাড়া তিনজন অসুস্থ হয়েছেন। অসুস্থ হয়ে পড়া জয়নব বেগম (৬২), রাফিজা বেগম (৩৯) ও সানজিদা আক্তারকে (১৯) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন গণমাধ্যমকে বলেন, এসি বিস্ফোরণে ধোঁয়ায় অসুস্থ হয়ে সেগুনবাগিচা থেকে আমাদের এখানে তিনজন এসেছেন। এদের মধ্যে দুইজন এখন পর্যন্ত ভালো আছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক।
রিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
+ There are no comments
Add yours