হাটহাজারীতে ইউনিয়ন পরিষদে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৩

Estimated read time 1 min read
Ad1

চট্টগ্রামের হাটহাজারী থানার ধলই ইউনিয়ন পরিষদ ভবন ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২২ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন- ঘটনায় দায়ের করা মামলার মো. আজিজুল হক আজিজ, নাজিম উদ্দিন ফরিদ ও সালাউদ্দিন চৌধুরী মুন্না।

এ ঘটনায় ধলই ইউনিয়নের চেয়াম্যান আবুল মনসুর বাদী হয়ে হাটহাজারী থানায় ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ৮০ থেকে ৯০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গত ১৫ আগস্ট হাটহাজারীর ধলই এলাকায় কয়েকজন বখাটে যুবক এক ছাত্রীকে উত্যক্ত করে।

পরে স্কুল ছাত্রীর বাবা ও ভাই বিষয়টি ধলই ইউনিয়নের চেয়ারম্যান আবুল মনসুরকে জানান। তিনি তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া পরামর্শ দেন। এতে বখাটে যুবকরা ক্ষিপ্ত হয়ে ওইদিনই ইউনিয়ন পরিষদের জানালা পাথর ছুড়ে ভাঙচুর ও চেয়ারম্যান আবুল মনসুরকে হত্যার চেষ্টা করে।

এছাড়া অফিস কক্ষ ও গ্রাম আদালত কক্ষে হামলা করে ব্যাপক ভাঙচুর চালায়। এ বিষয়ে মামলা দায়েরের পর এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারে র‌্যাব গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় সোমবার ফটিকছড়ি থানার শাহ-নগর এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি আজিজুলের বিরুদ্ধে ১টি, নাজিম উদ্দিনের বিরুদ্ধে ২টি ও সালাউদ্দিনের বিরুদ্ধে ১টি মামলা পাওয়া গেছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours