আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ছবির প্রদর্শনী পশ্চিমবঙ্গে বন্ধ করার আবেদন জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) কলকাতা হাইকোর্টে মামলাটি দায়ের করেছেন আইনজীবী নাজিয়া ইলাহি খান।
মামলায় দাবি করা হয়েছে যে, এই ছবিতে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে, এমন কয়েকটি দৃশ্য ও সংলাপ রয়েছে যার জেরে বিঘ্নিত হতে পারে শান্তি শৃঙ্খলা। তাই অবিলম্বে আমিরের এই ছবির প্রদর্শনী বন্ধ করা উচিত। শিগগিরই এই মামলার শুনানি হওয়ার কথা।
মুক্তির প্রথম দিন থেকেই বয়কটের মুখে পড়ে ‘লাল সিং চাড্ডা’। সোমবার দায়ের হওয়া জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছে যে, এই ছবিতে বেশ কিছু উস্কানিমূলক বিষয় রয়েছে, যা প্রভাব ফেলতে পারে সমাজে।
গত ১১ অগস্ট মুক্তি পেয়েছে ‘লাল সিং চাড্ডা’। এই ছবি ঘিরে যে পরিমাণ ব্যবসার অনুমান করা হয়েছিল, বক্স অফিসে সেই জাদু তৈরি করতে ব্যর্থ হয়েছে এই ছবি। ফার্স্ট ডে এই ছবির টোটাল কালেকশন ছিল ১২ কোটি, যা গত ১৩ বছরে আমির খানের যেকোনো সিনেমার সবচেয়ে খারাপ ওপেনিং।
এই ছবি তৈরি হতে ১৫ বছরেরও বেশি সময় লেগেছে। ১৫ বছর আগে চিত্রনাট্য তৈরি থাকলেও ছবিটি করার সাহস পাচ্ছিলেন না অভিনেতা। গত ৪ বছর টানা এই ছবি নিয়ে কাজ করছেন আমির। বক্স অফিসে এই ছবিটি যেভাবে পারফর্ম করেছে তাতে অভিনেতারও মন ভেঙেছে।
+ There are no comments
Add yours