স্কুল-কলেজ ফাঁকি দিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে শিক্ষার্থীদের ঘোরাফেরা বন্ধে অভিযান চালিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন মসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান।
অভিযানকালে তিনি পার্কে ঘোরাফেরা করা শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে শিক্ষার্থীকে বুঝিয়ে দেন এবং এ বিষয়ে সচেতন থাকার জন্য আহ্বান জানান।
এ সময় আরিফুর রহমান বলেন, ক্লাস চলার সময় কিছু শিক্ষার্থী স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে পার্কে এসে আড্ডা দেয়। এমন অভিযোগ আমাদের কাছে প্রায়ই আসে। এ জন্য এই আড্ডা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, স্কুল-কলেজ ফাঁকি দিয়ে পার্কে এসেছে এমন কোনো শিক্ষার্থী পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ নিষেধাজ্ঞা অমান্য করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানকালে বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার রবিউল ইসলাম, বাজার পরিদর্শক জালাল আহমেদ চৌধুরী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours