বৃহস্পতির চোখ ধাঁধানো নতুন ছবি প্রকাশ করল নাসা

Estimated read time 1 min read
Ad1

জেমস ওয়েব টেলিস্কোপ মহাকাশবিজ্ঞানের জগতে শুরু থেকেই দারুণ সাড়া ফেলে দিয়েছে। নানা বিরল ছবি প্রকাশ করে সে এতদিনের নানা পুরনো ধারণাকে আমূল বদলানোর দিকে ঠেলে দিচ্ছে।

বহু কোটি বছর আগের, পৃথিবীর সৃ্ষ্টিকালীন ছবির পর এবার সেই টেলিস্কোপে বৃহস্পতি গ্রহের চোখ ধাঁধানো নতুন ছবি প্রকাশ করেছে নাসা।

জুলাইয়ে জেসম ওয়েব টেলিস্কোপ দিয়ে বৃহস্পতি গ্রহের ছবিগুলো তোলা হয়। জেমস ওয়েবের লেন্সে ধরা পরেছে বৃহস্পতির উত্তর এবং দক্ষিণ দিকের উজ্জল আলো। তাছাড়া ঘূর্ণায়ামান মেরুর চিত্রও দেখা গেছে নতুন প্রকাশিত ছবিতে।

ছবিতে দেখা গেছে বৃহস্পতি গ্রহের মধ্যে সংঘটিত ঝড়ও। এর ওপরের দিকে লাল রঙ খচিত অংশটিই হলো ঝড়। এটি এত বড় যা সহজেই পৃথিবীকে গিলে খেতে পারবে। তাছাড়া বৃহস্পতিবার গ্রহ ঘিরে দুটি বলয়ও ধরা পরেছে। জুপিটারের দুটি উপগ্রহ তথা দুটি চাঁদ– অড্রাস্টি, অমালথিয়া। এই দুটিকেও ওই ছবিতে জুপিরের বিখ্যাত রিংয়ের অনেকটা বামে দেখা যাচ্ছে।

এদিকে নাসা যে ছবিগুলো প্রকাশ করেছে সেগুলোতে নীল, সাদা, সবুজ, হলুদ এবং কমলা রঙ ব্যবহার করে রঙিন করা হয়েছে। মূলত গ্রহটির আসল চিত্র ফুটিয়ে তুলতে পরবর্তীতে রঙ সংযোজন করা হয়েছে।

ক্যালেফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গ্রহ জ্যোতির্বিজ্ঞানী ইমকে দে পাতের বলেছেন, এর আগে আমরা কখনো বৃহস্পতিবার এমন চিত্র দেখিনি। আমরা সত্যি এত ভালো আশা করিনি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours