রাত ১০টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশ

Estimated read time 1 min read
Ad1

সকাল ৯টায় ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করার লক্ষে রাত ১০টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রুপালী ব্যাংকের জয়নগর শাখা সিনিয়র অফিসারকে।

এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে উপজেলাজুড়ে। ব্যাংকের ম্যানেজার মফিজুর রহমান কর্তৃক স্বাক্ষরিত ওই চিঠি দেওয়া হয়েছে কাশিয়ানী উপজেলার রুপালী ব্যাংক জয়নগর শাখার সিনিয়র অফিসার মো. শহিদুল ইসলামকে।

ওই চিঠিতে ম্যানেজার লিখেছেন, উপযুক্ত বিষয় এবং বাংলাদেশ ব্যাংকের স্মারক নং-ডিওএস ৩১ অনুসারে জনাব মো. শহিদুল ইসলাম, সিনিয়র অফিসারকে এই মর্মে জানানো যাচ্ছে যে, ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদনের জন্য আপনাকে সকাল ৯ ঘটিকায় কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে রাত ১০ ঘটিকার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করা হলো। এই চিঠির কপি গতকালই সামাজিক যোগাযোগ মাধমে ছড়িয়ে পড়লে সর্বত্র তোলপাড় শুরু হয়।

এ বিষয়ে ওই ব্যাংকের ম্যানেজার মফিজুর রহমান বলেন, ব্যাংকের অপর এক সিনিয়র অফিসার স্বপন সিকদার মজা করে আমার স্বাক্ষর জাল করে মো. শহিদুল ইসলামকে এই চিঠি দিয়েছেন। প্রকৃতপক্ষে এ ব্যাপারে আমি আগে কিছুই জানতাম না।আগামী তিনদিনের মধ্যে তাদেরকে এর জবাব দেওয়ার জন্য বলা হয়েছে বলে জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours