৫-১১ বছর বয়সীদের করোনার টিকা দেওয়া শুরু বৃহস্পতিবার

Estimated read time 1 min read
Ad1

ঢাকার ২১ কেন্দ্রসহ সারাদেশের ১২টি সিটি করপোরেশনের ৫৫টি জোন ও ৪৬৫টি ওয়ার্ডে বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকে শুরু হচ্ছে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের (প্রাথমিকের শিক্ষার্থী) টিকাদান কর্মসূচি।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আগামী ১৪ দিন চলবে এ কার্যক্রম।

বুধবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কর্তৃক শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম কর্মপরিকল্পনায় এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

টিকার ধরন

১. শিশুদের উপযোগী ফাইজার টিকা।

২. ডোজের সংখ্যা- ২

৩. ডোজের পরিমাণ ০.২ এমএল

৪. প্রথম ও দ্বিতীয় ডোজের ব্যবধান- ৮ সপ্তাহ বা ৫৬ দিন

টিকাদান লক্ষ্যমাত্রা

১. সারাদেশের প্রায় ২ কোটি ২০ লাখ ৫-১১ বছর বয়সী শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

২. ২৫ আগস্ট থেকে পরবর্তী ১৪ দিন ব্যাপী ১২টি সিটি কর্পোরেশনে ৫৫টি জোন ও ৪৬৫ টি ওয়ার্ড এ কার্যক্রম পরিচালিত হবে।

৩. প্রতিদিন ১ হাজার ৮৬০টি টিকাদান টিম কাজ করবে।

৪. ২৫ আগস্ট ১২টি সিটি করপোরেশনের ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

টিকাদানের জন্য রেজিস্ট্রেশন

১. সুরক্ষা ওয়েবপোর্টাল বা অ্যাপের মাধ্যমে ৫-১১ বছর বয়সসীমার শিশুদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ১৭ ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করতে হবে।

২. যে শিশুদের জন্ম সনদপত্র নেই, তাদের অভিভাবকরা জন্ম সনদপত্র সংগ্রহ করে রেজিস্ট্রেশন করবেন।

৩. বিদেশি পাসপোর্টধারী শিশুদের সুরক্ষা ওয়েবপোর্টাল বা অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হওয়ার পূর্বে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে নির্ধারিত ‘এক্সেল ছকে’ তথ্য দিতে করতে হবে।

কীভাবে টিকা পাবেন

কোভিড-১৯ টিকা রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শন সাপেক্ষে নিজ নিজ স্কুলে ও পরবর্তীতে কমিউনিটি পর্যায়ে (স্কুল বহির্ভূত শিশু) নিকটস্থ কেন্দ্র থেকে টিকা নিতে পারবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের কেন্দ্রসমূহ

১. আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-১

২. উত্তরা গার্লস হাই স্কুল, জোন-১

৩. পল্লবী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-২

৪. সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-২

৫. আমতলী স্টাফ ওয়েলফেয়ার বিদ্যালয়, জোন-৩

৬. মহাখালী আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-৩

৭. হাজি ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-৪

৮. কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-৪

৯. বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-৫

১০. বটমলি হোম বালিকা বিদ্যালয়, জোন-৫

১১. কুর্মিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,  জোন-৬

১২. দক্ষিণখান সরকারি প্রাথমিক বিদ্যালয়,  জোন-৭

১৩. ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-৮

১৪. ডুমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন-৯

১৫. সাতারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোন ১০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কেন্দ্রসমূহ

১. নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-১

২. বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-২

৩. খিলগাঁওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-২

৪. আজিমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-৩

৫. সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-৪

৬. করাতিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়- জোন-৫

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours