বুকে বলের আঘাতে প্রাণ হারালেন ভারতের পশ্চিমবঙ্গের ক্রিকেটার হাবিব মণ্ডল।
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল থানার জয়ন্তীপুরের বাসিন্দা হাবিব ১৫ আগস্ট দিল্লি গিয়েছিলেন। সেখানে পাঁচটি ম্যাচ খেলার কথা ছিল তার। অথচ ১৯ আগস্ট প্রথম ম্যাচ খেলার সময়ই ঘটল দুর্ঘটনা।
দিল্লিতে খেলতে গিয়ে প্রাণ হারালেন তরুণ ক্রিকেটার হাবিব। ব্যাটিংয়ের সময় প্রতিপক্ষের এক পেসারের বল হাবিবের বুকের বাঁ দিকে লাগে। সঙ্গে সঙ্গে পিচের উপর লুটিয়ে পড়েন তিনি। মাঠেই জ্ঞান হারান।
তাকে দ্রুত স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কাজ হয়নি। চিকিৎসা শুরুর কিছু সময় পরই চিকিৎসকরা জানান, হাবিবের মৃত্যু হয়েছে।
পরিবার নিয়ে উত্তর ২৪ পরগনার বাগদার রাউতারা গ্রামে স্কুলপাড়া এলাকায় থাকতেন হাবিব। ক্রিকেট খেলতে প্রচণ্ড ভালোবাসতেন।
হাবিবের স্ত্রী নীলিমা মন্ডল জানালেন, ‘খেলতে খুব ভালোবাসত হাবিব। বলতো, খেলতে গিয়ে যদি প্রাণও চলে যায় যাক। সেই খেলাই প্রাণ কেড়ে নিল ওর।’
+ There are no comments
Add yours