খাদ্য আমদানির ক্ষেত্রে কোনো বাধা নেই : বাণিজ্যমন্ত্রী

Estimated read time 1 min read
Ad1

বিদেশ থেকে খাদ্য আমদানির ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে খাদ্য আমদানি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খাদ্য সামগ্রী আমদানির ব্যাপারটি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় যেটা এলো, আমাদের খাদ্য আমদানির ক্ষেত্রে কোনো সমস্যা নেই জানিয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবেও কোনো সমস্যা নেই। সেটা নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। খাদ্যের মজুত কেমন আছে, সার্বিক বিষয়ে আজ আলোচনা করেছি।

জ্বালানি তেল নিয়ে আজ কোনো আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, খাদ্য আমদানির ক্ষেত্রে সেটা রাশিয়া হোক বা ইউক্রেন যেখানেই হোক, সেখানে কিন্তু আন্তর্জাতিকভাবে কোনো বাধা নেই।

পৃথিবীতে গ্লোবালি ২৪টা ব্যাংক আছে, যেগুলোর মাধ্যমে ইম্পোর্ট করতে পারি ডলার দিয়ে। সেটি আলোচনা হলো, ক্লিয়ার হলো আজ। খাদ্য আমদানির প্রয়োজন হলে আনতে হবে, তবে কোনো বাধা নেই।

রাশিয়া থেকে জ্বালানি তেল আনার বিষয়েও আজকে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। আজকে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না-জানতে চাইলে মন্ত্রী বলেন, আলোচনা হয়েছে, যেটা জানার দরকার ছিল, সবাইকে জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours