শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Estimated read time 0 min read
Ad1

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি হিসাবে ফটিকছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণকে নিয়ে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাব্বরি রহমান সানির সভাপতিত্বে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচ. এম. আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ এমদাদুল ইসলাম চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আমিনুল হক নেভাল কমান্ডো মুহাম্মদ বদিউল আলম বীর মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খাইরুল বশরসহ ২১টি ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডারগণ, সহকারী কমিশনার ভূমি এটি,এম,কারুল ইসলাম প্রমুখ।

প্রায় ১৫০জন মুক্তিযোদ্ধাগণের উপস্থিতিতে বক্তারা বলেন, শোককে শক্তিতে পরিনত করে দেশকে এগিয়ে নিতে হবে। সড়যত্র কারিরা এখন সড়যত্রে লিপ্ত তাদেরকে পতিহত করতে সকলকে ঐক্য বদ্ধভাবে কাজ করতে হবে।

প্রতিটি ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ করে নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাসও বঙ্গবন্ধু রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সবকিছু সঠিক ভাবে জানাতে হবে। তারা আরো বলেন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনকে মুক্তিযোদ্ধাদের যে অনুপ্ররণা যোগিয়ে ছিলেন তাও নতুন প্রজন্মকে বুঝাতে হবে। এব্যাপারে সবধরনে সহযোগিতা করা আশ্বাসদেন প্রধান অতিথি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours