শেষ এক বছরে কারিম বেনজেমা তার ক্যারিয়ারের সেরা মৌসুমটাই কাটিয়েছেন। অনবদ্য সব পারফর্ম্যান্সের পসরা সাজিয়ে বসেছিলেন, দলকে জিতিয়েছেন লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
অবধারিতভাবেই ইউরোপের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা উঠেছে তার হাতে। এরপর ব্যক্তিগত টুইটারে ‘আলহামদুলিল্লাহ’ বলে প্রতিক্রিয়া জানালেন তিনি।
তারই ক্যাপশনে লিখেছেন, ‘অনেক বছর ধরে যে কঠোর পরিশ্রম করে এসেছি, এই ট্রফিটা তারই পুরস্কার। আমার ক্লাব রিয়াল মাদ্রিদকে ধন্যবাদ। আমার সতীর্থ ও কোচিং স্টাফ যারা আমাকে এই পুরস্কার জিততে সহায়তা করেছেন তাদেরও।’
এমন পারফর্ম্যান্সের পর তার পুরস্কারটা জেতা নিয়ে কোনো সন্দেহ ছিল না আদৌ। গতকাল উয়েফার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এর ব্যত্যয় ঘটেওনি। বেনজেমার হাতেই উঠেছে ইউরোপসেরার শিরোপাটা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি খুবই আনন্দিত। প্রথমবারের মতো এই পুরস্কারটা জিতেছি আমি। তবে আমার কাছে দলের শিরোপাগুলোই বেশি গুরুত্ব রাখে।’
‘সব শেষে আমার পরিবারকে ধন্যবাদ। আমার সব ভক্তদেরও, যারা প্রতিদিন সমর্থন দিয়ে গেছেন আমাকে।’ এরপর তিনি স্রষ্টাকে ধন্যবাদ জানিয়ে জুড়ে দিয়েছেন হ্যাশট্যাগ আলহামদুলিল্লাহ, যা তিনি প্রায় প্রতিটি সফলতার পর করা সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টেই জুড়ে থাকেন।
+ There are no comments
Add yours