আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ছে অপরিশোধিত তেলের দাম। এক সপ্তাহের ব্যবধানে ব্যারেলপ্রতি বেড়ে গেছে ৩ থেকে ৪ ডলার।
ইরানের সঙ্গে পশ্চিমাদের পরমাণু আলোচনাকে কেন্দ্র করে শীর্ষ তেল রফতানিকারক দেশ সৌদি আরবের উৎপাদন কমানোর হুঁশিয়ারিতে গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করে তেলের দাম।
এক সপ্তাহের ব্যবধানে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্কগুলোর দাম ৩ থেকে ৪ ডলার বেড়েছে।
শুক্রবার (২৬ আগস্ট) অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ডব্লিউটিআই ক্রুড প্রতি ব্যারেল ৯৩ ডলারে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে যা বিক্রি হয় ৯০ ডলারে। অপর বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ১০০ ডলারে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এর দর ছিল ৯৬ ডলার।
তবে তেলের দাম কমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে পশ্চিমাদের আলোচনায় অগ্রগতি হয়েছে। ইরানের তেল রফতানির ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা উঠে গেলে এর প্রভাব পড়বে আন্তর্জাতিক বাজারে।
+ There are no comments
Add yours