সাভার ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল ও কলেজ থেকে উচ্চমাধ্যমিকের পড়া শেষ করেছেন মো. নাঈম হাসান। রোমাঞ্চকর কোনো পেশায় ভবিষ্যৎ গড়ার কথা ভাবছিলেন তিনি।
খোঁজ করতে করতে তাঁর মনে হলো বিমান ব্যবস্থাপনা পেশাটা বেশ আকর্ষণীয়। নাঈম ভর্তি হয়ে যান ঢাকার উত্তরায় অবস্থিত কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজিতে।
কলেজ ক্যাম্পাসে কথা হয় নাঈম ও তাঁর বন্ধুদের সঙ্গে। বিমানের এক প্রকাণ্ড ইঞ্জিনের পাশে বসে চলছিল তাঁদের আড্ডা। নাঈম বলেন, ‘আমি স্বপ্ন দেখতাম রঙিন কিছু করব। সে জন্য বিমান ব্যবস্থাপনা নিয়ে পড়ছি।
একটু কঠিন মনে হলেও ভবিষ্যতের কথা বিবেচনা করে পড়ছি বিবিএ অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট নিয়ে। তৃতীয় বর্ষে আছি। এরই মধ্যে বিভিন্ন বিমানবন্দরে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছি। আমাদের পড়াশোনা খুব বেশিই ব্যবহারিক, মন দিয়ে না পড়লে সমস্যায় পড়তে হয়।’
নাঈমের সঙ্গে ছিলেন পিয়াল মোল্লা, মুনতাসির আহমেদ, আজগর হোসেন, আলিশা, অর্পিতা মাতব্বর ও সাদিয়া ইসলাম। সামনে পরীক্ষা। তাই তাঁদের আলোচনায় ঘুরেফিরে পড়ালেখার কথাই আসছিল।
+ There are no comments
Add yours