শেরপুরে বৃষ্টির জন্য নামাজ আদায়

Estimated read time 0 min read
Ad1

শেরপুরের নালিতাবাড়ীতে অনাবৃষ্টি থেকে বাঁচতে বৃষ্টির আশায় একসঙ্গে নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

শনিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ১ নং পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি ঈদগাঁ মাঠে নামাজ আদায় করা হয়।

চলতি আমন মৌসুমে প্রায় এক মাস পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে যায়। এ অবস্থায় কৃষকরা পড়েছেন মহাবিপদে। আমন আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

নালিতাবাড়ী পৌরসভার মার্কাজ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি উবায়দুর রহমান বলেন, অনাবৃষ্টির কারণে আজ আমাদের এই এলাকায় একটা বিপদ বয়ে যাচ্ছে। রোদ আর খরার কারণে কৃষকসহ সব স্তরের মানুষের মনে আজ শান্তি নেই। তাই বৃষ্টির জন্য মহান আল্লাহর রহমত কামনায় পোড়াগাঁও ইউনিয়নের ইমাম ও জনগণ শনিবার বিশেষ নামাজের আয়োজন করেছেন।

চলতি রোপা আমন মৌসুমে শেরপুর জেলায় ৯১ হাজার ৪০০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এখনো ২৪ হাজার হেক্টর জমিতে আমন চারা রোপণ করতে পারেনি কৃষক।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours