মাগুরায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০

Estimated read time 1 min read
Ad1

মাগুরায় জেলা বিএনপি ও সরকারদলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৭ আগস্ট) শনিবার বিকেল ও সন্ধ্যায় এ হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় বিএনপি ও  অঙ্গ সংগঠনের ৬ নেতা-কর্মীকে আটক করেছে।

৭টি মোটরসাইকেল একটি অটোরিকশায় আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় শহরের ভায়না এলাকায় বিএনপির অস্থায়ী কার্যলয়।

শনিবার কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনের জন্যে জেলা শহরের উপজেলা পরিষদের সামনে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হয় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

একই সময় যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে ঘটনাস্থল অতিক্রম করতে গেলে সংঘর্ষ বেধে যায়। এ সময় সেখানে ৭টি মটরসাইকেলে আগুন দেওয়া হয় ও বোমা বিস্ফোরণেন ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় বিএনপির অস্থায়ী কার্যালয়।

আহতদের মধ্যে আমিন (২২), ইভান (২৩), সাব্বির (২৪), ইমনকে (২২), মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা প্রত্যেকে ছাত্রলীগের নেতা-কর্মী। অন্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।

সংঘর্ষ চলাকালে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সদর উপজেলা পরিষদের দুই পাশে ঢাকা-খুলনা ও ঢাকা-ঝিনাইদহ মহাসড়কের দুই পাশে শতশত যানবহন আটকে যায়। বন্ধ হয়ে যায় দোকান পাট। এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মাগুরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। জিজ্ঞাসা করার জন্য কয়েকজনকে থানায় আনা হয়েছে। তবে এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours