ডিজেলের দাম নিয়ন্ত্রণে আগাম কর মওকুফ ও আমদানি শুল্ক ৫ শতাংশ কমানো হয়েছে। এর আগে ডিজেলে শুল্ক-কর মিলিয়ে ৩৪ শতাংশ কর প্রযোজ্য ছিল। নতুন আদেশের ফলে সবমিলিয়ে তা কমে ২২.৭৫ হলো। এর ফলে ডিজেলে শুল্ক-কর কমেছে ১১.২৫ শতাংশ।
রোববার (২৮ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম সই করা এক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে। আজ থেকে কার্যকর হওয়া এই আদেশ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বলাহ থাকবে বলেও আদেশে বলা হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, ডিজেল আমদানিতে এখন ব্যবসায়ীদের আমদানি শুল্ক ৫ শতাংশ, আগাম আয়কর ৩ শতাংশ ও ১৫ শতাংশ ভ্যাটসহ মোট ২২.৭৫ শতাংশ শুল্ক কর দিতে হবে।
+ There are no comments
Add yours