মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য বেলায়েত হোসেন কাজীর বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলায়েত হোসেন কাজী ভুয়া কাগজপত্রের মাধ্যমে জোর করে বেশ কয়েকজনের জমি দখল করেছেন।
সেই জমিতে তিনি ইট, বালু ও পাথর রেখেছেন। এমনকি সরকারি জায়গা দখল করে সেখানে তুলেছেন স্থায়ী বসতঘর। এই নিয়ে কিছু বলতে গেলেই ভুক্তভোগী পরিবারকে হয়রানি করার জন্য দেওয়া হয় মিথ্যা মামলা।
ইউপি সদস্যের কাছে জমি ফেরত চাইলে মিথ্যা মামলার ভয় দেখায়। এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এলাকাজুড়ে। ভুক্তভোগীরা এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয়রা বলেন, এক সময় বেলায়েত ঢাকায় থাকতেন। সেখানে তিনি মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য ছিলেন বলেও অভিযোগ রয়েছে। এ নিয়ে একটি বেসরকারি নিউজ চ্যানেলে তার ভিডিও ভাইরালও হয়। এরপরই তিনি চলে আসেন মাদারীপুর নিজ বাড়িতে। এরপর থেকেই হয়ে ওঠেন বেপরোয়া।
এ ব্যাপারে অভিযুক্ত বেলায়েত হোসেন কাজীর মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি কল রিসিভ করে ঢাকা অবস্থান করছেন বলে এড়িয়ে যান।
+ There are no comments
Add yours