তাঁরা সবাই ঐতিহ্য সংরক্ষণে কাজ করেন। কেউ জাদুঘরের স্মারক সংরক্ষণ করেন, ঐতিহ্যের সন্ধানে কেউ ঘোরেন জেলায় জেলায়। এ বছর বাংলাদেশের এমন পাঁচ নাগরিককে ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে (আইভিএলপি) আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এই দলে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মালিহা নার্গিস আহমেদ, ঐতিহ্য পর্যটক ও শিক্ষক এলিজা বিনতে এলাহী, মুক্তিযুদ্ধ জাদুঘরের কিউরেটর আমেনা খাতুন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী স্থপতি খন্দকার মাহফুজ আলম ও চালংয়ের প্রধান নির্বাহী উংচেন মারমা।
২২ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তাঁরা। ফিরবেন ১৫ আগস্ট। বাংলাদেশের নাগরিকদের জন্য আইভিএলপির প্রতিপাদ্য হচ্ছে , ‘প্রিজারভিং কালচারাল হেরিটেজ অ্যান্ড মেমোরি ইন দ্য ডিজিটাল এজ’ (ডিজিটাল যুগে সাংস্কৃতিক ঐতিহ্য ও স্মৃতি সংরক্ষণ)। সফরকারী ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা ভ্রমণ করে ঐতিহ্য সংরক্ষণ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করবেন।
১৯৪০ সাল থেকে চলছে আইভিএলপি প্রোগ্রাম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানা ক্ষেত্রে অবদান রেখেছেন, এমন প্রতিনিধিদের এই কর্মসূচিতে আমন্ত্রণ জানায় যুক্তরাষ্ট্রের সরকার। এই প্রোগ্রামের আওতায় প্রতিবছর প্রায় পাঁচ হাজার বিদেশি প্রতিনিধিকে আমন্ত্রণ জানান হয়।
+ There are no comments
Add yours