কুষ্টিয়ার কুমারখালীতে কুড়িয়ে পাওয়া ১৮ হাজার টাকা প্রকৃত মালিককে ফেরত দিলেন এক শিক্ষা কর্মকর্তা। সোমবার (২৯ আগস্ট) সকালে নিজ কার্যালয়ে যাচাই-বাছাই শেষে মালিককে টাকা ফেরত দেওয়া হয়।
সেই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাম মো. শরিফুল ইসলাম। আর কুড়িয়ে পাওয়া টাকার মালিক মো. মিজানুর রহমান। তিনি উপজেলার পাথরবাড়ীয়া হিজলাকর দাখিল মাদরাসার সুপার।
জানা গেছে, রোববার দুপুরে উপজেলা প্রাথমিক সহকারী কর্মকর্তার কার্যালয়ের সোফার ওপর একটি টাকার বান্ডিল পড়েছিল। ওই কর্মকর্তা বান্ডিলটি হাতে নিয়ে দেখেন, সেখানে ১৮ হাজার টাকা রয়েছে। পরে কুড়িয়ে পাওয়া টাকার প্রকৃত মালিকের সন্ধানে ব্যক্তিগত ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
পাথরবাড়ীয়া হিজলাকর দাখিল মাদরাসার সুপার মো. মিজানুর রহমান বলেন, রোববার এ মাসের বেতনের টাকা তুলেছিলাম। একটি বিশেষ কাজে শিক্ষা কার্যালয়ে গিয়েছিলাম। কিছু সময় সোফায় বসেছিলাম। এরপর বিকেলে বাড়ি ফিরে দেখি পকেটে টাকা নেই। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও টাকা পাচ্ছিলাম না। পরে ফেসবুকে টাকার সন্ধান পাই। তথ্য প্রমাণ দেখিয়ে আজ হারানো টাকা ফিরে পেয়েছি। টাকা পেয়ে খুবই আনন্দ লাগছে প্রকাশ করেন তিনি।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, রোববার দুপুরে অফিসের সোফার ওপর থেকে ১৮ হাজার টাকা পেয়েছিলাম। প্রকৃত মালিকের সন্ধানে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। এরপর ওই দিন সন্ধ্যায় মাদরাসার সুপার মিজান সাহেব ফোনে তার টাকা হারানোর কথা জানিয়েছিল। সোমবার সকালে প্রমাণ দেখিয়ে তিনি টাকা নিয়ে যান। প্রকৃত মালিককে টাকা ফিরিয়ে দিতে পেরে আমি আনন্দিত।
+ There are no comments
Add yours