চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অবৈধ বসবাসকারীদের বুধবার ( ৩১ আগস্টের) মধ্যে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন।
যেকোনো দিন উচ্ছেদ অভিযান পরিচলনা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।
সরকারি ভূমিতে অবৈধভাবে বসবাসকারীগণ বুধবারের মধ্যে সরে না গেলে পরে বিধি মোতাবেক তাদের ওই ভূমি হতে উচ্ছেদ করা হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জঙ্গল সলিমপুর জালালাবাদ মৌজার ১নং খাস খতিয়ানে বিএস ৭২৯ দাগে ৯ দশমিক ৭০ একর, শ্রেণি-পাহাড় এবং বিএস ৭৭১ দাগে ২ দশমিক ৯৪ একর, শ্রেণি-পাহাড় ভূমি সরেজিমন পরিমাপ ও চিহ্নিত করে লাল পতাকা টাঙ্গানো হয়েছে।
এসব খাস খতিয়ানের ভূমিতে অবৈধভাবে বসবাসকারীদের ৩১ আগস্টের মধ্যে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।
+ There are no comments
Add yours