অবৈধ ও অনিবন্ধিত প্রতিষ্ঠান বন্ধে দুই দিনে সারাদেশে পাঁচ শতাধিক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের নেতৃত্বে গত ২৯ আগস্ট থেকে সারাদেশে চলমান অভিযানে বন্ধকৃত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৪টিতে। সবচেয়ে বেশি প্রতিষ্ঠান বন্ধ হয়েছে খুলনা বিভাগে।
এসব প্রতিষ্ঠান থেকে ৯ লাখেরও অধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
+ There are no comments
Add yours