এবার ইরাক প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে বিক্ষোভকারীদের উল্লাস

Estimated read time 1 min read
Ad1

ইরাকের প্রভাবশালী শিয়া মুসলিম নেতা মুক্তাদা আল-সদর গত রাজনীতি ছেড়ে অবসরে যাওয়ার ঘোষণা দেন।

এ ঘোষণার পরপরই তার অনুসারীরা বিক্ষোভ শুরু করেন এবং এক পর্যায়ে নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়েন।

দেশটির এই অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটি উভয় পক্ষকে শান্ত থাকার আহব্বান জানিয়েছে।

বাগাদাদে হাজার হাজার বিক্ষোভকারী নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়েন। এরপর তারা সেখানে সুইমিং পুলে সাঁতার কাটেন ও সেলফি তুলেন।

খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভবনের সুইমিং পুলে সাঁতার কাঁটার পাশাপাশি দাপিয়ে বেড়াচ্ছেন প্রেসিডেন্ট ভবনজুড়ে। মাস দুয়েক আগে শ্রীলঙ্কার এই দৃশ্য দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, বাগদাদে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের প্রাসাদের সুইমিং পুলে গোসল করছেন, কেউ কেউ আবার সেলফি তুলছেন। তবে এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট নিজে কোথায় রয়েছেন, এখন পর্যন্ত জানা যায়নি।

গত অক্টোবর মাসে ইরাকের পার্লামেন্ট নির্বাচনে মুক্তাদার দল সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছিল। কিন্তু সরকার গঠনে জটিলতা তৈরি হওয়ায় জোট সরকার গড়তে রাজি হননি তিনি। যার ফলে এখনও সরকার গঠন হয়নি দেশটিতে। পার্লামেন্ট ভেঙে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছিলেন তিনি। এই পরিস্থিতির মধ্যেই মুক্তাদার রাজনীতি ছাড়ার ঘোষণায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

সোমবার (২৯ আগস্ট) মুক্তাদা আল-সদরের পদত্যাগের ঘোষণা দেওয়ার পরপরই বিশৃঙ্খলা ও সংঘর্ষের জেরে অন্তত ২০ জন নিহত হয়েছে ইরাকে।

যদিও মুক্তাদা আল সদরের রাজনীতি ছাড়ার ঘোষণা এবারই প্রথম নয়। এর আগে ২০১৩ এবং ২০১৪ সালেও তিনি একই রকম ঘোষণা দেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours