
২০১৩ সালে সিআরবি এলাকায় চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলায় চারজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। বুধবার (৩১ আগস্ট) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে সাক্ষ্যগ্রহণ হয়।
আগামী ২৫ অক্টোবর সাক্ষ্যগ্রহণের সময় নির্ধারণ করেছেন আদালত।
চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সিআরবি এলাকায় চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় আজ চারজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। মো. জাবেদ, মো. মনির হোসেন, সুনিল ভৌমিক ও রমজান আলী শামীম সাক্ষ্য দিয়েছেন। একইসঙ্গে আদালত আগামী ২৫ অক্টোবর সাক্ষ্যগ্রহণের সময় নির্ধারণ করেছেন।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours