ক্ষমা চাইলেন হাসান মতিউর রহমান

Estimated read time 1 min read
Ad1

হিরো আলমের জন্য গান লিখে তিন দিন আগেই সামাজিকমাধ্যমে তোপের মুখে পড়েছিলেন দেশের জনপ্রিয় গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমান।

হিরো আলমের জন্য গান লেখার কথা জানিয়ে নিজের ফেসবুকে করা সেই পোস্টটিও পরে ডিলিট করে দেন এই গীতিকার-সুরকার।

তবে এবার ফেসবুকে এক পোস্ট দিয়ে আত্মপক্ষ সমর্থন করেছেন হাসান মতিউর রহমান। তিনি লেখেন, ‘আমি কোনো উদ্দেশ্য নিয়ে নয়, চেয়েছি গান যখন গাইতে চায়, চেষ্টা করে দেখি, শিখিয়ে ভালো কিছু আদায় করা যায় কি না। সেদিন গানের গাইড ভয়েস নিয়ে সবার সামনে আমি তাকে বলে দিয়েছি, একজন তবলাবাদক রেখে, একজন গানের শিক্ষকের কাছে মন দিয়ে দুই মাস শিখতে হবে। তা না হলে কিন্তু গান হবে না। ছেলেটা কিন্তু খুব নরম। সবাইকে সম্মান দিয়ে কথা বলে। বলল, “ওস্তাদ আমি শিখব। আপনি চিন্তা করবেন না।”

হাসান মতিউর রহমান আরও বলেন, ‘বহুজনকে আমি ইন্ডাস্ট্রিতে গান করার সুযোগ করে দিয়েছি। সীমিত সাধ্য নিয়ে এ চেষ্টা আমার অব্যাহত থাকবে। সত্যি এটা অনিচ্ছাকৃত ভুল। একটি আবেদন, মন্দকে দূরে তাড়িয়ে না দিয়ে, আসুন, সে যাতে ভালো হয়, সে চেষ্টা করি। কার ভেতরে কী আছে, কেউ জানি না। আমরা সবাই এমন একটি জায়গা থেকেই উঠে এসেছি। মায়ের পেট থেকে কেউ শিখে আসিনি। বহু বাধা পেরিয়ে এখানে এসেছি। সুযোগ পেয়ে আমরা কি চলছি না! অনুরোধ রইল, আপনি না পারলে করবেন না, যারা পারে, তাদের কিছু করতে দিয়েন। আল্লাহ সবাইকে এক রকম মেধা দিয়ে পাঠান না। ব্যক্তি আর প্রতিষ্ঠান কখনো এক নয়। সবাই ভালো থাকবেন। সুন্দর থাকবেন। আপনারা কষ্ট পাবেন, এমন কাজ করব না।’

উল্লেখ্য, হাসান মতিউর রহমান প্রায় দুই হাজার গানের কথা লিখেছেন। তার লেখা জনপ্রিয় গানগুলো মধ্যে রয়েছে ‘কলমে নাই কালি’, ‘যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই’, ‘আমার লাইন হইয়া যায় আঁকাবাঁকা’, ‘দেখা আরিচা ঘাটে শাহজালাল ফেরিতে’, ‘এবার না আসিলে বাড়িতে’ ইত্যাদি। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান চেনা সুরেরও স্বত্বাধিকারী তিনি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours