চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ৬টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আজ নগরের বনি হাসান চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার, ফেয়ার লাইফ ডায়াগনস্টিক সেন্টার, ওমেলা হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মোহরা ল্যাব ডায়াগনস্টিক সেন্টার ও সিটি ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। এছাড়া লোহাগাড়া উপজেলায় একটি হাসপাতালের কার্যক্রম বন্ধ করা হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম নগর ও ১৫টি উপজেলায় আজ অভিযান পরিচালনা করা হয়েছে। ৩৯টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে লাইসেন্সবিহীন ৬টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তিন দিনে চট্টগ্রামে ৩৫টি প্রতিষ্ঠানকে বন্ধ করা হয়েছে।
+ There are no comments
Add yours