আপাতত বাসায় থেকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, ম্যাডাম বাসায় ফিরেছেন। আপাতত তার চিকিৎসা বাসায় হবে। মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞদের সার্বিক তত্ত্বাবধানে তিনি থাকবেন।
বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দুদিনের চিকিৎসা শেষে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন খালেদা জিয়া। এরপর তার বাসভবনে সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. জাহিদ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, হাসপাতালের ছাড়পত্রে বলা হয়েছে যে, খালেদা জিয়াকে সার্বক্ষণিকভাবে মেডিকেল বোর্ডের সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে থাকতে হবে। আজ একটু বেটার ফিল করার কারণেই আপাতত রিলিজ দেওয়া হয়েছে।
+ There are no comments
Add yours