দেশব্যাপী ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি শুরু

Estimated read time 1 min read
Ad1

খাদ্যবান্ধব কর্মসূচি এবং নিম্নআয়ের মানুষের জন্য খোলা বাজারে বিক্রির (ওএমএস) আওতায় প্রতি কেজি ৩০ টাকায় চাল বিক্রি শুরু হয়েছে সারাদেশে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সরকার বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে এ কর্মসূচি শুরু করেছে। ঢাকা মহানগরীতে ৫০টি ট্রাকে চাল বিক্রি করা হবে এবং এফএফপি কর্মসূচির আওতায় এবং ওএমএসের আওতায় প্রতিদিন প্রতি ট্রাকে ২ মেট্রিক টন চাল বিক্রি করা হবে।

জানা গেছে, সরকার জনদুর্ভোগ লাঘবে ওএমএস ডিলারের সংখ্যা তিনগুণ বাড়িয়েছে এবং ওএমএস সেন্টারের সংখ্যা ও ৮১৩ থেকে ২৩৬৩-এ উন্নীত হয়েছে।

৩০ টাকা কেজি দরে মাসে দুইবার ৫ কেজি করে চাল এবং সাধারণ মানুষ যাদের টিসিবি কার্ড নেই তাদের এনআইডি কার্ডের বিপরীতে একই পরিমাণ চাল দেওয়া হবে।

এফএফপি’র আওতায় সারা দেশে ৫০ লাখের বেশি পরিবার প্রতি মাসে ১৫ টাকা মূল্যে ৩০ কেজি চাল পাবে। এফএফপি কর্মসূচি এবং ওএমএস ন্যায্যমূল্যে টিসিবি কার্ডধারীদের মধ্যে পাশাপাশি চাল ও আটা বিক্রিও চলবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours