হাত বাড়াইলে মাদক, র‍্যাবের হাতে ৫ চক্র আটক

Estimated read time 1 min read
Ad1

মাদকে সয়লাব ফটিকছড়ির ভুজপুর থানার সীমান্তবর্তী এলাকা বাগান বাজার। এই যায়গায় একটি সংঘবদ্ধ চক্র জড়িত মাদক চোরাকারবারের সাথে। ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ছোলাই মদসহ যত্রতত্র পাওয়া যাচ্ছে এসব মাদক।

বর্ডার ক্রস করে প্রতিদিন ঢুকছে ফেনসিডিল গাঁজা সহ নানাধরনের মাদক ইউনিয়নের বাগানগুলোতে স্থানীয় ভাবে তৈরী হচ্ছে। ছোলাই(বাংলা মদ) গার্ডের বাজার, রামগড় চা বাগান এবং পুরাণ রামগড়ের অন্তত পাঁচটি সংঘবদ্ধ চক্র জড়িত এই মাদক কারবারে।

বাগান বাজারের মাদকের ভয়াবহতার চিত্রফুটে ওঠে প্রশাসনের অভিযানে, গত ১০দিনে বারৈয়ারহাট, নাজিরহাট এবং ফটিকছড়ি সড়কে র‍্যাবের অভিযানে বিপুলপরিমাণ মাদক সহ আটক হয় চারজন ব্যক্তি তাঁদের প্রত্যেকই বাগান বাজারের।

গত ২৫ আগষ্ট সকালে নাজিরহাট এলাকায় র‍্যাবের হাতে আটক হয় বাগান বাজারের নাঈম হোসেন(২০) নামের একজন র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া-র‍্যাব-৭) নুরুল আবছার বলেন ‘ সকাল আনুমানিক ১০টায় আমরা গোপনসূত্রের ভিত্তিতে নাজিরহাট সড়কে নাঈমের অটোরিকশা তল্লাশি করে ১৯৯ বোতল ফেনসিডিল এবং ১০কেজী গাঁজা সহ তাকে আটক করে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়।

নাঈম এসব মাদক নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল এই মাদক পাচারের নাঈমের সাথে আরো লোক ছিলো বলে নাঈম জানায়।এরা সীমান্তবর্তী বাগান বাজার এলাকা থেকে মাদক এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রী করতো। এই মাদক বেচাকেনায় শক্তিশালী একটি সংঘবদ্ধ চক্র জড়িত’ নাঈমের মা মীনা বেগম বলেন’ আমার ছেলে সহজ- সরল সে কেবল সিএনজি চালিয়ে সংসার চালায় যাদের ফেনসিডিল এবং গাঁজা তারা আমার ছেলেকে রেখে পালিয়ে যায়’

এদিকে নাঈম গ্রেফতারের পরদিনই বারৈয়ারহাটে র‍্যাবের হাতে ২০০বোতল ফেনসিডিল সহ গ্রেফতার হয় বাগান বাজারের নবীনগর গ্রামের সবুজ (৫০) নামের আরেক ব্যক্তি একইদিন বরক্যাম্প এলাকায় বিজিবির তল্লাশীতে ফেনসিডিল সহ আটক হয় বেলাল(৪০) এবং সাইফুল(৪৫) নামের দুই ব্যক্তি তারাও বাগান বাজারের বাসিন্দা।

মাদকের এমন ভয়াবহতায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। ইতোমধ্যেই অনেক কিশোর জড়িয়ে পড়েছে মাদক সেবন এবং নানাবিধ অপরাধে।

পুরো এলাকাজুড়ে মাদক কারবারীদের একচ্ছত্র আধিপত্য কেউ মুখ খুললেই শারীরিক এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে এসব চক্র। বাগান বাজারে মাদক নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসণ এবং জনপ্রতিনীধিদের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours