১২ বছরে ৭৩ লাখ ১৯ হাজার কর্মী প্রবাসে

Estimated read time 1 min read
Ad1

গত ১২ বছরে ৭৩ লাখ ১৯  হাজার কর্মী বাংলাদেশ থেকে বিদেশ গেছেন। এছাড়া করোনাকালে ৪ লাখ ৮ হাজার ৪০৮ জন কর্মী বিদেশ থেকে দেশে ফেরত এসেছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদে।

তিনি বলেন, প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, ২০২০ সালে করোনাকালে ৪ লাখ ৮ হাজার ৪০৮ জন কর্মী বিদেশ থেকে ফেরত এসেছেন। এছাড়া ২০২১ সালে মে পর্যন্ত ৩৪ হাজার ৪৯৪ জন কর্মী আউটপাস নিয়ে ফেরত এসেছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত বেগম নাজমা আকতারের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৮-২০০৯ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছরে পৃথিবীর বিভিন্ন দেশে ৭৩ লাখ ১৯ হাজার ৩১৬ জন কর্মী পাঠানো হয়েছে। সব চেয়ে বেশি কর্মী গেছেন ২০১৬-১৭ অর্থবছরে ৮ লাখ ৯৩ হাজার ৭৩৯ জন। সব চেয়ে কম কর্মী গেছেন ২০২০-২১ অর্থবছরে ২ লাখ ৭১ হাজার ৪৪৫ জন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours