সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা

Estimated read time 1 min read
Ad1

সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. ইউসুফ হোসেন রায়হান (২১) নামে এক ভুয়া ক্যাপ্টেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

বুধবার (৩১ আগস্ট) সকালে ফেনীর জেলার পরশুরাম মডেল থানাধীন মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় দেওয়া ওই ভুয়া ক্যাপ্টেনকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১১ এর আদমজীনগর কার্যালয়ের মিডিয়া অফিসার ও সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ সময় তার হেফাজত হতে বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক ১ সেট, সেনাবাহিনীর পিঠে ঝোলানো কম্ব্যাট ১টি ব্যাগ, ১টি পুলিশ বুট, ১টি বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ক্যাপ, ২টি সেনাবাহিনীর মাস্ক, ৩টি রায়হান লেখা সেনাবাহিনীর নেমপ্লেট, ১ জোড়া সেনাবাহিনীর ক্যাপ্টেন পদমর্যাদার ফিল্ড র‌্যাঙ্ক ব্যাচ, ১ সেট সেনাবাহিনীর প্যারা ইনসিগনিয়া ও উইং, ১টি সদর দপ্তর ১৭ পদাতিক ডিভিশনের ডিভ সাইন, ১টি আইডি কার্ড হোল্ডার ও ১টি বাংলাদেশ নৌবাহিনীর ভুয়া নিয়োগপত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে  ফেনী জেলার পরশুরাম থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours