
ইউনুস আলী,জেলা প্রতিনিধিঃ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন এর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি আসার আগেই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ।
জানা গেছে, সারাদেশের ন্যায় চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার সকাল ১০ টায় জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রমকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রন করা হয়েছিল। কিন্তু প্রধান অতিথি ক্যাম্পেইন মঞ্চে আসার আগেই শিশুকে ভিটামিন এ+ খাওয়ানোর মধ্য দিয়ে ক্যম্পেইনের উদ্বোধন করা হয়। পরে প্রধান অতিথি মঞ্চে আসলে তাকে দ্বিতীয় বার উদ্বোধন করতে অনুরোধ জানানো হয়।
এসময় প্রধান অতিথি শওকত আলী সরকার বীরবিক্রম সভাবসুলভ ভঙ্গিতে আবাসিক মেডিকেল অফিসারের সাথে কথা বলে চলে যান।
এ ব্যাপারে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জোবায়ের হোসেন বলেন, প্রধান অতিথি ও ডেপুটি সিভিল সার্জন এর উপস্থিতিতে ভিটামিন কর্মসূচির উদ্বোধন করার কথা থাকলেও জরুরি রোগী সামলীয়ে মঞ্চে গিয়ে প্রধান অতিথি ছাড়াই শিশুকে ভিটামিন খাওয়ানোর দৃশ্য দেখতে পাই।
+ There are no comments
Add yours