পৃথিবীর সবচেয়ে ছোট ফোরজি স্মার্টফোন বাজারে

Estimated read time 1 min read
Ad1

ইউনিহার্টজ জেলি-২-তে চলবে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। কোম্পানির দাবি, এটাই বিশ্বের সবচেয়ে ছোট ফোরজি স্মার্টফোন।

আকারে ছোট হলেও ফিচারে কোনো রকম আপস করা হয়নি। থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, শক্তিশালী প্রসেসর, এনএফসি, জিপিএস, ১২৮ জিবি স্টোরেজ।

ইউনিহার্টজ বলছে, অনেকেই রয়েছেন যারা বড় স্মার্টফোন ব্যবহার পছন্দ করেন না। কিন্তু উপায় না থাকার কারণে ব্যবহারে বাধ্য হন।

তাদের কথা মাথায় রেখেই ছোট্ট এই ফোন লঞ্চ করা হয়েছে। এই ফোনের দুর্দান্ত ডিসপ্লেতে ডিডিও দেখার সঙ্গেই ভালো গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে। থাকছে কালারফুল শার্প ডিসপ্লে।

এই ফোনে রয়েছে ৩ ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লেতে ৪৮০x৮৫৪ রেজুলেশন পাওয়া যাবে। থাকছে ডুয়াল সিম স্ট্যান্ডবাই সাপোর্ট। এ ফোন কিনলে আর সব ডিভাইস কন্ট্রোল করার জন্য পৃথক রিমোট রাখার প্রয়োজন হবে না। ফোনটিতে রয়েছে ইনফ্রারেড ব্লাস্টার। যার মাধ্যমে ফোন থেকেই বাড়ির যেকোনো অ্যাপলায়েন্স নিয়ন্ত্রণ করা যাবে।

ফোনে চলবে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। প্লে স্টোর থেকে যেকোনো অ্যাপ ইনস্টল করা যাবে জলি-২ ফোনে।  অক্টা-কোর ২.০ জিএইচজেড এই প্রসেসরের সঙ্গে থাকছে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

বিশ্বের সবথেকে ছোট ফোরজি ফোনে রয়েছে ১৬ মেগা পিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে থাকছে ৮ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা। সবুজ রঙে এই ফোন কেনা যাবে।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে ফোরজি সাপোর্ট। এছাড়াও ব্লুটুথ, ওয়াইফাই হটস্পট সাপোর্ট থাকছে। লোকেশন ট্র্যাকিংয়ের জন্য রয়েছে জিপিএস, বেইদু ও গ্লোনাস। রয়েছে ইনফ্রারেড পোর্ট। চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য রয়েছে ইইউএসবি টাইপ সি পোর্ট।

বিশ্বের সবথেকে ছোট ফোরজি ফোনের দাম ১৯৯ মার্কিন ডলার (প্রায় ২০ হাজার টাকা)। আপাতত যুক্তরাষ্ট্রে এ ফোন বিক্রি হচ্ছে। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও অ্যামাজন থেকে কেনা যাবে ইউনিহার্টজ জলি ২।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours