রাজধানীর কারওয়ান বাজার থেকে শেওড়া পর্যন্ত ২০ টাকার জায়গায় ২৫ টাকা ভাড়া নেওয়ায় ৩ নম্বর পরিবহনের একটি বাসকে ছয় হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বনানী এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।
বনানীতে চলা বিআরটিএ’র অভিযানে দেখা যায়, নতুন নির্ধারিত ভাড়ার তালিকা না থাকলেই গণপরিবহনগুলোকে জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানস্থলে বেলা ১১টায় দেখা যায়, ট্রাস্ট পরিবহনের একটি বাস অভিযানস্থলে আসলে হাত দিয়ে থামানোর নির্দেশ দেন সংশ্লিষ্টরা। অভিযানে দায়িত্বরতরা বাসটিতে উঠেন।
পরে তারা বাসের বিভিন্ন জায়গায় নতুন নির্ধারিত ভাড়ার তালিকা খুঁজতে থাকেন। কিন্তু বাসটিতে কোনো ধরনের ভাড়ার তালিকা পাননি। পরে বাসের চালকের কাছে ভাড়ার তালিকা চাওয়া হয়। কিন্তু তিনি দেখাতে পারেনি।
এদিকে, বনানীতে চলা অভিযানের সর্বশেষ অবস্থা নিয়ে দুপুর ১২টায় বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার ঢাকা পোস্টকে বলেন, আমাদের অভিযান প্রায় শেষ পর্যায়ে। অভিযানে এখন পর্যন্ত বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা মেলায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন পরিবহনের সাতটি বাসকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নতুন নির্ধারিত ভাড়া কার্যকর করা হচ্ছে কি না, এ বিষয়ে আমাদের নিয়মিত তদারকি চলবে। কোথাও কোনো অনিয়ম পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
+ There are no comments
Add yours