আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাত শহরে একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এতে দেশটির ক্ষমতাসীন তালেবানের খ্যাতনামা এক ধর্মীয় নেতাসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। হেরাতের পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা।
শুক্রবার (২ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় হেরাত শহরের গুজারগাহ মসজিদে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। হেরাত পুলিশের মুখপাত্র মাহমুদ রাসুলি বলেন, এ সময় কয়েকজন গার্ডসহ তালেবান ধর্মীয় নেতা মুজিব রহমান আনসারি ও কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
হেরাতের পুলিশের মুখপাত্র মাহমুদ রাসোলি বলেছেন, “মুজিব রহমান আনসারি, তার কয়েকজন রক্ষী ও বেসামরিক লোককে মসজিদের দিকে যাওয়ার পথে হত্যা করা হয়েছে।”
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ একটি টুইট বার্তায় আনসারির মৃত্যুতে ‘দৃঢ় সমবেদনা’ প্রকাশ করে বলেছেন তার হামলাকারীদের শাস্তি দেওয়া হবে।
+ There are no comments
Add yours