মোহামেডানে শিশুদের ক্রিকেট উৎসব

Estimated read time 1 min read
Ad1

ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের ক্রিকেট একাডেমির নামে অ-১২ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে। এই টুর্নামেন্টে মোহামেডানের নিজেদের তিন একাডেমির সঙ্গে রাজধানীর আরো সাতটি ক্রিকেট একাডেমি অংশ নিচ্ছে।

টুর্নামেন্ট উদ্বোধনের সময় তুরস্কে সড়ক দুর্ঘটনায় আহত ক্লাবের সভাপতি জেনারেল (অব) মোহাম্মদ আব্দুল মুবিনের জন্য দোয়া করা হয়। উদ্বোধন হওয়ার পরপরই টুর্নামেন্ট শুরু হয়েছে। এই টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হলো-গোড়ান, কবি নজরুল, বনশ্রী, পল্লীমা, সিসিট ক্লাব, আগানগর, জাগরণী, মোহামেডান লাল, সবুজ ও বেগুণী ক্রিকেট একাডেমি। ক্রিকেট একাডেমিগুলো ৫ হাজার টাকা এন্ট্রি ফি দিয়ে এই টুর্নামেন্ট খেলছে। এই টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন ক্লাবের পরিচালক জামাল রানা।

মোহামেডানের ক্রিকেট একাডেমির চর্চা অনেক দিন আগে থেকেই। সাবেক জাতীয় কোচ ওসমান খান আগে মোহামেডান ক্লাবে ক্রিকেট একাডেমির কোচিং করাতেন। বয়স এবং বাসার দূরত্বে মোহামেডানে সেভাবে আসেন দেশের কিংবদন্তি কোচ ওসমান খান।

মোহামেডান ক্লাব প্রাঙ্গনেই এই দশটি দল টুর্নামেন্ট খেলবে। ১৬ সেপ্টেম্বর টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান হওয়ার কথা। নিজেদের একাডেমি ছাড়াও অন্য দল থেকেও মেধাবী ক্রিকেটারের সন্ধান পেলে কোচ অপি সেটা তালিকাবদ্ধ করবেন। পরবর্তীতে মোহামেডানের জুনিয়র দল অথবা ক্রিকেট বোর্ডের কোনো জুনিয়র ট্রায়ালে তাদের সুযোগ মিলবে।

মোহামেডান ক্রিকেট একাডেমি অ-১২ টি-টোয়েন্টি ক্রিকেটের আজ উদ্বোধন করেছেন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ফিরোজ রশীদ। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের কিংবদন্তী ব্যক্তিত্ব জাকারিয়া পিন্টু ও প্রতাপ শঙ্কর হাজরা। তারা ক্ষুদে ক্রিকেটারদের বড় ক্রীড়াবিদ হওয়ার উৎসাহ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours