
সুমন পল্লব হাটহাজারী, চট্টগ্রাম।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিমে ফরহাদাবাদ ও মির্জাপুর ইউনিয়নের সীমানাস্থল ছোট কাঞ্চনপুর দূর্গম পাহাড়ী টিলা ভুমি কেটে পুকুর খনন করেছে একটি চক্র। ড্রেজার দিয়ে উক্ত এলাকায় বালু উত্তোলন করে দুই একর আয়তনের পুকুর খনন করা হয়।
রোববার(৪অক্টোবর) উপজেলা প্রশাসন গোপন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি অবহিত হয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন।
এই সময় ড্রেজারের ইঞ্জিন ও পাইপ আগুনে ধ্বংস করা হয়।
ইউএনও রুহুল আমিন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট কাঞ্চনপুর এলাকায় একটি চক্র ড্রেজার দিয়ে সরকারি খাস খতিয়ান ভুক্ত পাহাড়ী টিলা ভুমিতে পুকুর খনন করার বিষয়টি অবহিত হয়ে তিনি অভিযান পরিচালনা করেন। অভিযান করতে গিয়ে গাড়ী থেকে নেমে প্রায় ৪০ মিনিট দূর্গম টিলা ভুমি পায়ে হেটে পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছে। সেখানে দেখতে পান টিলা ভুমি খনন করে প্রায় দুই একর আয়তনের একটি পুকুরটি খনন করা হয়েছে।
তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ড্রেজারের ইঞ্জিন ও পাইপ আগুনে ধ্বংস দিলেও ঘটনার সাথে জড়িতদের কাউকে পাওয়া যায়নি। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
উপস্থিত লোকজনের কাছে চক্রটির পরিচয় জানতে চাইলে তারা কেউ মুখ খুলছেনা বলে জানান। এ অভিযানে তাঁর একটি নতুন অভিজ্ঞাতা সঞ্চয় হয়েছে বলে উল্লেখ করেন।
+ There are no comments
Add yours