মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো ভুল তথ্য দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নিখোঁজ ব্যক্তিদের বেশির ভাগই অপরাধ করে আত্মগোপনে আছে। দেশকে অস্থিতিশীল প্রমাণ করতেই একটি মহল এই বানোয়াট তথ্য প্রচার করছে বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শক। পরে সময় সংবাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন মন্ত্রী।
নিউইয়র্কে পুলিশ প্রধানদের দুদিনের সম্মেলনের শেষ দিন ছিল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর)। এদিন বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি জানান, জাতিসংঘের কার্যক্রমে আরও বেশি করে পুলিশি সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ।
পরে সময় সংবাদের সঙ্গে আলাপে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুম নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য সঠিক নয়। তারা যাদের তালিকা দিয়েছে, তারা কেউ বিএনপির কর্মী হিসেবে মাঠে, কেউ মামলায় কারাগারে বন্দি কেউবা আবার সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকায় পুলিশের হাত থেকে বাঁচতে আত্মগোপন করে আছে।
তিনি বলেন, ‘এই-যে তথ্যগুলো দিয়ে বিভ্রান্ত করছে মানুষকে এবং জাতিসংঘের মানবাধিকার সংস্থা থেকে, এটার একটা উদ্দেশ্য রয়েছে–যাতে আমাদের একটা অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলতে পারে।’
+ There are no comments
Add yours