ভাসানচর থেকে পালানো ৪ রোহিঙ্গা আটক

Estimated read time 1 min read
Ad1

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে আসা চার রোহিঙ্গাকে আটক করেছে সুবর্ণচরের চরজব্বর থানা পুলিশ।

শুক্রবার (২ সেপ্টম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চরক্লাক ইউনিয়নের জনতা বাজার ও চরজুবলী ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।  আটককৃতরা হলেন- ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮০ নং ক্লাস্টারের  গুলবাহার (৫০),  মো. খায়রুল আমিন (২৪),  মো. ফারুক (২৬) ও মো. তুষার (৩০)।

জানা গেছে, শুক্রবার সকালে চারজন রোহিঙ্গা নাগরিক ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য দালালের মাধ্যমে সুবর্ণচর উপজেলায় আসে। সকালে সুবর্ণচরের চরক্লার্ক ইউনিয়নের জনতা বাজার এলাকায় এক নারীসহ দুই যুবক ঘুরাফেরা করছিলেন। তাদের দেখে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। তারা নিজেদের রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেন। পরে দুপুরের দিকে তাদের চরজব্বর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। অপর এক রোহিঙ্গা নাগরিককে উপজেলার চরজুবলী ইউনিয়ন থেকে আটক করেন স্থানীয়রা।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours