নেত্রকোণা জেলা শহরে এবং মদন উপজেলায় বিএনপি, পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা করেছে পুলিশ।
মামলায় বিএনপির ৭৯২ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণা জেলা শহরের ছোটবাজার এলাকায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় নেত্রকোণা মডেল থানায় বিএনপির ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
ওই দিন রাতে নেত্রকোণা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) খন্দকার আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে মামলাটি করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে জেলার মদন উপজেলার শাহপুর ইদগাহ মাঠে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তিন পুলিশসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়।
+ There are no comments
Add yours