দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) প্রকাশিত তথ্য অনুসারে, পশ্চিমবঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ৪৩টি ভুয়া খবরের ঘটনা ঘটেছে। শুধু কলকাতায় ভুয়া খবরের সংখ্যা ২৮টি। যা ভারতে মোট এ ধরনের মামলার প্রায় এক-চতুর্থাংশ।
২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপির ভোট ব্যাংকে ব্যাপক উত্থান ঘটে। গেরুয়া দলের টার্গেট ছিল ২০২১ সালের ভোট। পাল্টা তৃণমূলও রাশ ধরে রাখতে মরিয়া ছিল। ফলে প্রচারের উত্তাপ তুঙ্গে উঠেছিল। সোশাল মিডিয়ায় প্রচার অন্য মাত্রায় পৌঁছেছিল। সামাজিক মাধ্যমে মাত্রা ছাড়া উত্তেজনা ছড়ায়।
তালিকায় পশ্চিমবঙ্গের পরেই রয়েছে তেলেঙ্গানা। ওই রাজ্যে ৩৪টি ও উত্তর প্রদেশ ২৪টি ভুয়া খবর ধরা পড়েছে। সব মিলিয়ে ভারতে ১৭৯টি মামলার রিপোর্ট হয়েছে। শতাংশের বিচারে পশ্চিমঙ্গের ক্ষেত্রে যায় ২৪ শতাংশ।
দেশের ১৯টি মেট্রো শহরে রেকর্ড করা সমস্ত অপরাধের প্রায় ৬০ শতাংশই কলকাতার। ভুয়া খবরের সংখ্যা ২৮টি। কলকাতার পরেই রয়েছে মুম্বাই ও হায়দ্রাবাদ। এ দুই শহরেই ৮টি করে মামলা রেকর্ড করা হয়েছিল।
এদিকে পশ্চিমবঙ্গে ভুয়া খবরের ঘটনা বৃদ্ধির জন্য তৃণমূল কংগ্রেস ও বিজেপি একে অপরকে দায়ী করেছে।
+ There are no comments
Add yours