কিশোরগঞ্জে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ১৫০০ জনের নামে মামলা

Estimated read time 1 min read
Ad1

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপি, পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাজাল উদ্দিনকে প্রধান আসামি করে ১৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় হাজার জনকে আসামি করা হয়েছে।

মামলায় ইতোমধ্যে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (০৩ সেপ্টেম্বর) রাতে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।

জানা যায়, শনিবার বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুমতি ছিল না। সৈয়দগাঁও চৌরাস্তা থেকে  মিছিল নিয়ে তারা পৌরবাজারের দিকে আসতে চাইলে সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রায় সাড়ে পাঁচ ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়। সংঘর্ষে ১১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাজাল উদ্দিন বলেন, পুলিশ বিনা উস্কানিতে আমাদের নেতাকর্মীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরাও পুলিশের সঙ্গে যুক্ত হয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে।

এ ঘটনায় আমাদের দলের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশের গুলিতে আমাদের দুইজন কর্মী গুরুতর আহত হয়। তাদের একজন ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিউইতে চিকিৎসাধীন রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours