১১ দিনে বিএনপির ৩ নেতাকর্মী নিহত, আহত ২ হাজারের বেশি

Estimated read time 0 min read
Ad1

গত ১১ দিনে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে সারা দেশে বিএনপির ৩ নেতাকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৪ সেপ্টেম্বর ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, আমরা রাজপথে আন্দোলনের পাশাপাশি আইনি লড়াইও চালিয়ে যাবো এই অবৈধ সরকারের বিরুদ্ধে।

গত ২২ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের গুলিতে বিএনপির ৩ জন নেতাকর্মী নিহত হয়েছে।

একইসঙ্গে এসব কর্মসূচি পালন করতে গিয়ে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশি হামলায় ২ হাজারের বেশি নেতাকর্মী আহত হয়েছে।

গত ১ সেপ্টেম্বরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশ গুলিতে নিহত যুবদল কর্মী শাওনের মৃত্যু ঘটনায় আজ মামলা করা হয়েছে। ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের মৃত্যুর ঘটনাও মামলা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours