
বিএনপির প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য নুর ইসলাম মনি দীর্ঘ ১৬ বছর পর নিজ গ্রাম বরগুনার পাথরঘটায় ফিরেন। প্রবেশের সঙ্গে সঙ্গে তার গাড়ি বহরে হামলা চালিয়েছে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। এতে নুর ইসলাম মনি এবং উপজেলা বিএনপির কয়েকজন নেতাকর্মীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে পাথরঘাটার নাচনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টিকে কেন্দ্র করে উপজেলাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট তারিকুজ্জামান টিটু বলেন, ঢাকা থেকে গাড়ি বহর নিয়ে পাথরঘাটার নাচনেপাড়া এলাকায় তার নিজ বাড়িতে যাবার পথে হামলার চেষ্টা চালায় ছাত্রলীগ-যুবলীগ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাত্রলীগ-যুবলীগকে সংঘর্ষে জড়াতে বাধা দিলেও তারা হামলা চালায়। এতে সাবেক এমপি নুরুল ইসলাম মনি ও উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুকসহ ৫০ নেতাকর্মী আহত হয়।
এদিকে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে আগামীকাল (৫ সেপ্টেম্বর) কর্মসূচি পালন করবে পাথরঘাটা উপজেলা বিএনপি। একই সময় সারা দেশে বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours